গুলির শব্দে কাঁপলো কলকাতা বিমানবন্দর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ২০৬৫ বার পড়া হয়েছে
গুলির শব্দে কেঁপে উঠে কোলকাতা বিমানবন্দর। গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সি বিষ্ণু নামে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-সিআইএসএফের এক সদস্য।
ভোর ৫ টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর গেটের পাশে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, সিআইএসএফের ওই সদস্য গুলি করে আত্মহত্যার চেষ্টা করলে গুলিটি তার গলায় লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসময় তার পাশে থাকা ইনস্যাস রাইফেল উদ্ধার করা হয়। এদিকে ওই সিআইএসএফ সদস্য কেন আত্মহত্যা করেছেন তা এখনও জানা জায়নি, কারণ জানতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।