গুলিস্তানে ভবনে বিস্ফোরণ : তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করবে না স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গুলিস্তান সিদ্দিক বাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, সবাইকে বিল্ডিং কোড মেনেই ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, বিস্ফোরকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দুর্ঘটনা নাকি অন্তর্ঘাতমূলক ঘটনা তার তদন্ত হওয়া দরকার। বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। এদিকে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। ভবন মালিক ডিবির জিম্মায়।
গুলিস্তানের সিদ্দিক বাজারের সাত তলা ভবনে, মঙ্গলবারের বিস্ফোরণের রহস্য জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। রেবের বোম ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষা শেষে, বিস্ফোরকের কোনো অস্তিত্ব পায়নি। তবে গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণ হতে পারে বলে মনে করে রেবের বোম ডিজপোজাল ইউনিট।
ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বিস্ফোরণস্থলে বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত শেষ না করে কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রহস্য খুঁজে বের করা হবে।
আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বললেন, দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা দরকার।
বিস্ফোরিত ভবনের সামনে, এখনো নিখোঁজ কয়েকজনের সন্ধানে প্রতীক্ষার প্রহর গুণছেন স্বজনরা।
দ্বিতীয় দিনে বিস্ফারণস্থল থেকে নতুন করে হতাহত কাউকে উদ্ধার করা হয়নি।