মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় এক শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত টহল দেয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং গুলি করে হত্যা করে। স্থানীয় সময় সোমবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক বার্তাসংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত কোয়ুকা দে বেনিটেজ পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা নিরাপত্তা টহল দলকে আক্রমণ করে।
গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।