গুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ’৭১ জনে
- আপডেট সময় : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১শ’৭১ জনে। হ্যারিকেন ‘ইতা’র প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধ্বস হয়।
তবে নিহতের সংখ্যা আরো বাড়বে ধারণা করা হচ্ছে। ভূমিধসের পর এখনও অনেকের সন্ধান মিলছে না। মধ্য আমেরিকার এ দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই জানিয়েছেন, ‘একটি শহরেই অর্ধেক মানুষের প্রাণহানি হয়েছে। পাহাড় ধসে ২০টি বাড়ি মাটি চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার পাশাপাশি বন্যায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। অভিযান পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জামাদির সঙ্কটের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। ক্যাটাগরি ফোর হ্যারিকেন হিসেবে ইতা নামক এই ঘূর্ণিঝড়টি প্রথমে ২২৫ কিলোমিটার গতিতে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে শুরু হয় মৌসুমী বৃষ্টি। এর পর শক্তি কমে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে ঝড়টি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়। পরে আবার শক্তি বাড়িয়ে আঘাত হানে গুয়াতেমালায়।