গুয়াতেমালায় সংসদ ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

- আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনের কিছু অংশে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে।
দশ মিনিট ধরে চলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় গুয়াতেমালা শহরে অবস্থিত কংগ্রেস ভবনটি ফাঁকা ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দশ মিনিট ধরে ভবনে আগুন জ্বলায় বেশ কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার রাতে কংগ্রেসের অনুমোদিত বাজেটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামেন শত শত মানুষ। বিরোধীরা বলছেন, বাজেটে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব প্রকল্প চালাচ্ছেন সরকারের ঘনিষ্ঠজনরা। এজন্য তাদের ওপর একদিকে করের চাপ বেড়েছে, অন্যদিকে বেড়েছে দুর্নীতি। অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারির প্রভাবকে গুরুত্ব দিচ্ছে না সরকার। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে তহবিল কমানোয় ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। আর তাই সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাতেইকে পদত্যাগ করার জন্য আন্দোলনে নেমেছেন তারা।