গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের ২০ শতাংশ মূল্য বৃদ্ধির সুপারিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এই সুপারিশ করে কমিটি। আমদানি-উৎপাদন ব্যয়সহ নানামুখী খরচ বিবেচনায় গ্রাহক পর্যায়ে ১১৭ শতাংশ হারে মূল্য বৃদ্ধির আবেদন জানায় তিতাস গ্যাস। এরই প্রেক্ষিতে শুনানী ডাকে বিইআরসি। শুনানীতে গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের ২০ শতাংশ মূল্য বৃদ্ধির সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্যয়ন কমিটি।