গৃহহীনদের তালিকা তৈরী করে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে
- আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রশাসনের সাথে সমন্বয় করে গৃহহীনদের তালিকা তৈরী করে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, করোনা সংকটকালে গণমাধ্যম ও সরকার আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে দুই হাজারেরও বেশি মানুষকে প্রতিনিধির মাধ্যমে খাবার ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরন করা হয়।
এসময় নিজ বাসভবন থেকে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষ ত্রান সুবিধা পাবে। প্রশাসনের সাথে সমন্বয় করেই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের তালিকা তৈরী করা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, করোনা সংকটে তৈরি পোষাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হওয়ায় ঢাকার আশপাশের গার্মেন্টসগুলো সীমিত আকারে চালু করা হয়েছে।
দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, সবাইকে একযোগে কাজ করতে হবে।
দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ড. হাছান মাহমুদ।