গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় হাসপাতালে ১২৭ জনের প্রাণহানি
- আপডেট সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সোমবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী, খুলনাসহ বিভিন্ন জেলায় হাসপাতালে ১২৭ জনের প্রাণহানি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। বগুড়ায় ১৮ জন মারা গেছেন, দিনাজপুরে ৫ জন।
চট্টগ্রাম বিভাগে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে ৯ জন, পিরোজপুরে মারা গেছে ৩ জন।
২৪ ঘন্টায় খুলনার ৩টি হাসপাতালে মারা গেছেন আরও ১৭ জন। ঝিনাইদহ ৪ ও সাতক্ষীরায় ৫ জনের প্রাণহানি। কুষ্টিয়ায় আজ এ পর্যন্ত আরও মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ ও ২ জনের উপসর্গ ছিলো। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। একদিনে সর্বোচ্চ ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে ৭ জন। এছাড়াও আরো কয়েকটি জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরো ১২ জন