গেলো ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাভারে এক নারীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাভারে শাহিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সাভারে এই প্রথম করোনায় কোন নারীর মৃত্যু হলো। পঞ্চাশোর্ধ ওই নারীর বাড়ী সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায়। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। রোববার করোনা পজিটিভ শনাক্তের পর খোঁজ নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা জানতে পারেন, শাহিদা বেগম রাতেই মারা গেছেন। এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা জানান, সাভারে নতুন করে শিল্প পুলিশের ৭ সদস্যসহ আরো ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৯ জনে।