গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ মিনার ভেঙ্গে দোকান নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে তহশীলদারের সহযোগিতায় শহীদ মিনার ভেঙ্গে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাসহ এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ মিছিল করেছেন তারা। দ্রুত দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।
গেল ২৯ ডিসেম্বর মুকসুদপুর তহশীল অফিসের তহশীলদার দেব রতন বিশ্বাস তার লোকজন নিয়ে শহীদ মিনারের বেদী ও নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেলে। পরে শহীদ মিনার ভাঙ্গতে গেলে স্থানীয়দের তোপের মুখে তহশীলদারসহ অন্যন্যরা পালিয়ে যান।
এদিকে, শহীদ মিনারের বেদী ও নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেলfয় সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হযেছে। শহীদ মিনার পুন: নির্মাণসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ওই জায়গা নিজেদের দাবী করে অভিযোগ দেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত রেখা বেগমের মা।
তবে শহীদ মিনারের বেদী ও নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার কথা অস্বীকার করেছেন, অভিযুক্ত তহশীলদার।
সরেজমিন পরিদর্শন শেষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, ইউএনও।
ভাষা শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদ মিনারটি সংরক্ষণের উদ্যোগ নেয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে প্রশাসন এমনটিই প্রত্যাশা স্থানীয়দের।