গোপালগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের শিক্ষার্থীসহ লাখো মানুষ
- আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওয়াপদার কাটাখালের উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের শিক্ষার্থীসহ লাখো মানুষ। স্কুল-কলেজ ও কাজকর্ম করতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।
খরস্রোতা এ খাল পার হতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেছে দুই শিক্ষার্থী। ভোগান্তি কমাতে খালের উপরে স্থানীয়রা একটি সেতু নির্মাণের দাবি জানালেও, দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
পয়সাটহাট-মোস্তাপুরের ওয়াপদার কাটাখাল। দু’ভাগে বিভক্ত করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামকে।
এ খাল পাড়ি দিয়ে মুশুরিয়া, চলবল, উত্তর চলবলসহ ১০টি গ্রামের লাখ খানেক মানুষ নিত্য যাতায়াত করেন। ঝুঁকি নিয়ে পার হতে লাগে নৌকা। প্রতিদিন এ খাল পাড়ি দিয়েই রোগীদের আনাগোনা। খেয়া একবার ধরতে না পারলে পরবর্তীটির জন্য আধঘন্টা সময় ব্যয় করতে হয়।
এ খাল সংলগ্ন পীড়ারবাড়ী ও রামশীলে সেতু থাকলেও মাঝখানের সাত কিলোমিটারের মধ্যে নেই কোনো ব্রিজ। ভরা বর্ষায় খড়স্রোতা এ খাল পাড়ি দিয়ে কৃষিপণ্য আনা নেয়ায় দুর্ভোগে পড়েন কৃষকরা। ভোগান্তি কমাতে সেতু নির্মাণ দাবি স্থানীয়দের।
সেতু নির্মাণের প্রয়োজন যাচাই-বাছাই করে, দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।
১০ গ্রামবাসীর কষ্ট দূর করতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা স্থানীয়দের।