গোমতী নদীর চর থেকে নির্বিচারে মাটি কেটে নিচ্ছে কয়েকটি অসাধু চক্র
- আপডেট সময় : ০২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচংয়ের অন্তত ২০টি পয়েন্টে গোমতী নদীর চর থেকে নির্বিচারে মাটি কেটে নিচ্ছে কয়েকটি অসাধু চক্র।নদীর দুপাড়ের প্রতিরক্ষা বাঁধ কেটে ওঠানামা করছে শত শত ট্রাক্টর। এতে হুমকির মুখে পড়েছে বাঁধ, সড়ক ও সেতু।
কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া, গোবিন্দপুর, শ্রীপুর, বালিখারাসহ অন্তত ২০টি পয়েন্টে চলছে অবৈধ মাটিকাটার উৎসব। এভাবে মাটি কাটার ফলে খরস্রোতা গোমতী এখন মরাখালে পরিণত হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে কয়েকটি চক্র অবাধে লোপাট করছে গোমতীর মাটি। তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে হুমকির মুখে পড়ছে স্থানীয়রা।
মাটি কাটার স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি, ধূলার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে নদী পারের মানুষ। গোমতীর চরে শুস্ক মৌসুমে সবজির চাষ হলেও এবার বঞ্চিত হচ্ছে কৃষক। অসাধু চক্রের হাত থেকে গোমতী রক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চেয়েছে সাধারন মানুষ।