গোয়েন্দা সংস্থার প্রকাশিত গোপন দলিল বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ হবে
- আপডেট সময় : ০৮:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত গোপন দলিল বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস এই গোপন দলিলে পাওয়া যাবে। এই প্রকাশনা থেকে দেশের রাজনৈতিক নেতা ও নতুন প্রজন্মও শিক্ষা নিতে পারবে বলে জানান তিনি।
শুক্রবার লন্ডনের ক্লারিজ হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিলের আন্তর্জাতিক প্রকাশনার উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, গোপন দলিল গুলো শুধু বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের রেকর্ডই নয়, একটি স্বাধীন দেশের জন্ম কিভাবে হলো তারও ঐতিহাসিক দলিল।
তিনি আরো বলেন, জাতির পিতা তাঁর জীবনের ৩ হাজার ৫৩ দিন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে। এসব নথিতে ফুটে উঠেছে অপরিসীম সেই দুর্ভোগ ও ত্যাগের চিত্র।
রাজনৈতিক জীবনের প্রথম থেকেই নীতি ও মূল্যবোধের পক্ষে থাকায় বিরোধীরা তাঁকে টার্গেট করেছিল। যার ফলে ১৯৭৫’এর ১৫ আগষ্ট সপরিবারে তাকে প্রাণ দিতে হয়েছে ঘাতকদের হাতে।
এসময় বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন এ সেন্টেনারি কালেকশন’ শীর্ষক একটি শিল্প প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।