গো-খাদ্য হিসেবে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ
- আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সবচেয়ে কম দামের ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ। এটা গরু মোটাতাজা করার পাশাপাশি বেশি পরিমাণে দুধ উৎপাদনেও কার্যকর ভূমিকা রাখছে। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকামের রিপোর্ট। জানাচ্ছেন : বিপুল দেব রায়।
ভুট্টা ও গাছের অংশ প্রক্রিয়ার মাধ্যমে শুকিয়ে সাইলেজ বানানো হয়। পরে, অন্যান্য খাবারের সাথে গরুকে খাওয়ানো হয়। কম দাম ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে জামালপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাইলেজ।
এতে ভিটামিন, মিনারেল ও প্রোটিন ভরপুর থাকায় গরু দ্রুত মোটাতাজা হয়। গাভী পরিমানে বেশি দুধ দেয়। সাইলেজ ব্যবহারে গরুর অন্যান্য দানাদার খাদ্যও কম লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
গো-খাদ্য ভুট্টার সাইলেজ নিয়ে খুবই আশাবাদী এর উদ্যোক্তা ও কৃষি বিভাগ।
কম খরচে গো-খাদ্য যোগানের পাশাপাশি ভুট্টার বহুমুখী ব্যবহারে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।