গ্যাস সংযোগের অভাবে নতুন প্রতিষ্ঠানতো হচ্ছেই না, বরং বন্ধও হয়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শুধুমাত্র গ্যাস সংযোগের অভাবে নাটোরের বিসিক শিল্প নগরীর নতুন প্রতিষ্ঠানতো হচ্ছেই না, বরং বন্ধও হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা মনে করছেন,এ অবস্থা চললে ভবিষ্যতে সবগুলো প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।
১৯৮৭ সালে প্রায় সাড়ে ১৫ একর জমি অধিগ্রহণ করে শহরতলীর দত্তপাড়ায় গড়ে তোলা হয় বিসিক শিল্প নগরী। ১০৪টি প্লটে বিভক্ত করে নির্মানের শুরুতেই ৪৭টি প্লট বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ৪৩টি প্লটে গড়ে ওঠে পাটকল, কৃষি যন্ত্রাংশ উৎপাদন কারখানা, সার, প্লাস্টিক ও এ্যালুমিনিয়াম কারখানার মতো ক্ষুদ্র ও মাঝারী আকারের শিল্প প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই গ্যাসের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে প্রতিষ্ঠানগুলো।
শুধুমাত্র গ্যাসের অভাবে ইতিমধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কয়েকজন ব্যবসায়ী বিসিক শিল্প নগরীর উপ-ব্যাবস্থাপক ।