গ্রাহক নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও বিনিময়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা পাচ্ছেন না

- আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চাঁদপুরের ২টি উপজেলার কয়েক হাজার গ্রাহক নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও বিনিময়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা পাচ্ছেন না। দিন রাত ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস পাচ্ছে সব মিলিয়ে ৫-৭ ঘন্টা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে গৃহিনীরা। গত তিনবছর ধরে অন্তত আড়াই হাজার গ্রাহকের এমন ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সমস্যাধানের চেষ্টা চলছে, তা ছাড়া শীতকালে গ্যাসের চাপ কম থাকাই স্বাভাবিক।
চাঁদপুর সদরের উপজেলার তরপুরচন্ডী, রঘুনাথপুর, গুনরাজদী, কচুয়া উপজেলার কচুয়া বাজার, মাছিমপুর, কোয়াসহ বেশ কিছু এলাকায় কয়েক হাজার গ্রাহক আবাসিক গ্যাস নিয়ে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। গত তিন বছর চলছে এ সমস্যা। রাত ১২ থেকে সকাল ৫-৬টার মধ্যে গ্যাস থাকলেও দিনের অন্য সময়ে নিয়মিত গ্যাস সরবরাহ করা পাচ্ছে না। একদিকে গ্যাস বিল অপরদিক লাকড়ি ক্রয়সহ আলাদা রান্নাঘরও তৈরি করেছে কেউ কেউ। আবার অনেকে ব্যবহার করছে হচ্ছে সিলেন্ডার গ্যাস।
বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর এই কর্মকতা জানালেন, সব সমস্যা তাদের জানা নেই। সমাধানেরও চেষ্টা চলছে। তবে গ্যাসের প্রবাহ কম থাকার পেছনে শীতকে কারণ বললেন এই কর্মকর্তা। চাঁদপুর সদর ও কচুয়া উপজেলার মধ্যে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তভূগীদের।