গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রাতে মাঠে নামবে ব্রাজিল
- আপডেট সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রাতে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ ক্যামেরুন। নকআউট পর্ব নিশ্চিত করলেও এই ম্যাচে সেলেসাওদের দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই সময় লড়বে সার্বিয়া ও সুইজারল্যান্ড। ক্যামেরুনের মতো এই দুই দলেরও সুযোগ আছে নকআউট পর্বে খেলার। এর আগে, রাত ৯টায় গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে গর্তুগাল। এইচ গ্রুপের অপর ম্যাচে ঘানার মোকাবেলা করবে উরুগুয়ে।
টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত। তাই অনুশীলনে অনেকটা নির্ভার ব্রাজিল দল।
তবে, মনে ঝড় সেলেসাওদের। অসুস্থ্য পেলের জন্য কাঁদছে ব্রাজিল ফুটবল দল। নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি পেলেকে শুভকামনা জানিয়েছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনায় খেলবে তিতে দল।
ক্যামেরুন ম্যাচে আগে কোচ তিতে চিন্তিত ইনজুরি কারণে। নেইমার দানিলোর পর এবার যোগ হয়েছে এলেক্স সান্দ্রোর ইনজুরি। আর তাই একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত, সেলেসাওদের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার অপেক্ষায় দানি আলভেস।
আগের ৬ দেখায় ৫ জয়ে এগিয়ে ব্রাজিল। ১টায় জিতেছে ক্যামরুন। বিশ্বকাপের দেখাতেও ব্রাজিলের জয়জয়কার। দু’বারের দেখায় শতভাগ জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সমীকরণ থাকলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ক্যামেরুনের। আর তাই ব্রাজিল ম্যাচে চমক দেখানোর অপেক্ষায় রিগোবার্ট সংয়ের দল।
আরেক ম্যাচে লড়বে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও সুইজাল্যান্ড। ক্যামেরুনের মতো নকআউট পর্বে খেলার সুযোগ আছে তাদেরও।