গ্রেফ’তার নেতাকর্মীদের পুলিশি হেফাজতে অমানবিক নির্যা’তন করা হচ্ছে : রাশেদ ইকবাল খান
- আপডেট সময় : ০৮:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
চলমান এক দফার আন্দোলন দমন করতেই অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তারা ছাত্রদল নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার শুরু করেছে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এ অভিযোগ করে বলেন, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পুলিশী হেফাজতে অমানবিক নির্যাতন করা হচ্ছে। আর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।
সাম্প্রতিক সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি করে তারা।
আইন-শৃঙ্খলা বাহিনীর এমন অভিযোগকে অস্বীকার করে নয়াপল্টনে, বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের কাছ থেকে পুলিশের অস্ত্র উদ্ধারের দাবি সাজানো নাটক। ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান জানান, চলমান আন্দোলনে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী জেনে, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।
আগামীতে কোন বাধা আসলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিরোধের মুখে পড়বে বলে হুঁশিয়ার করে দেন রাশেদ ইকবাল খান।