ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ভোর সাড়ে ৫টা থেকে সব ধরণের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে শিমুলিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে ট্রাককের সংখ্যাই বেশি। আর মাঝ নদীতে আটকা পড়েছে ১০টি ফেরি। কুয়াশা কমে গেলে দুপুর নাগাদ ফেরী চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ রুটে যানবাহন পারাপারে সচল রয়েছে ১৪টি ফেরি।