ঘনকুয়াশার কারণে ৬ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঘনকুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং ৬ ঘন্টা পর পাটুরিয়া- দৌলতদিয়ায় রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোর ৫টা থেকে সব ধরণের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে শিমুলিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। আর মাঝ নদীতে আটকা পড়ে ১০টি ফেরি। কুয়াশা কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। এ রুটে যানবাহন পারাপারে সচল রয়েছে ১৪টি ফেরি।
এদিকে, ৬ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া- দৌলতদিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দু’পাড়েই পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।