ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর নৌপথে ডুবে গেছে নোঙর করা ফেরি রজনীগন্ধা

- আপডেট সময় : ০২:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে ডুবে গেছে নোঙর করা ফেরি রজনীগন্ধা
সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার হয়েছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ফেরিতে নয়টি যানবাহন ছিল। হুমায়ূন কবীর নামের ফেরির এক যন্ত্রচালক এখনো নিখোঁজ। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারে কাজ চালাচ্ছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনায় ২ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
এদিকে..ঘন কুয়াশা কেটে গেলে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।