ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় স্থবির পঞ্চগড়ের জনজীবন
- আপডেট সময় : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৭০৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা কনকনে ঠান্ডায় জবুথুবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। তীব্র ঠান্ডার সাথে হিমেল বাতাসে স্থবির সবকিছু।
স্থানীয়রা বলছেন, বৃষ্টির ফোটার মত কুয়াশা পড়ায় কাজে বের হতে পারছে না তারা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রাসেল শাহ জানান, সকালে তেতুলিয়ায় ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী এক সপ্তাহ জেলার তাপমাত্রা এমনই থাকতে পারে বলে জানান তিনি।
কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ। সন্ধা নামার সাথে সাথে নামছে তীব্র ঠান্ডা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা। ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।