ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

- আপডেট সময় : ১১:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।এছাড়া ৭ ঘন্টা বন্ধ পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
গেলো রাত ২ টা থেকে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।বিআইডব্লিউটিসি জানায়, তীব্র কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া ফেরি ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দেড় শতাধিক যাত্রী বাহি বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
এদিকে, ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা বন্ধ পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুল আলম জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে।দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গেলরাত ১টা থেকে সকাল ৮ টার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে প্রায় ছোট বড় মিলিয়ে তিন শতাধিক যানবাহন।