ঘাট সমস্যার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঘাট সমস্যার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস ও ৩ শতাধিক পন্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
দীর্ঘ যানজট ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।বিআইডব্লিউটিসি জানায়, এ রুটের দৌলতদিয়া প্রান্তে ৫টি ঘাটের মধ্যে ১টি বন্ধ এবং ৩নং ঘাটের ২টি পকেট বন্ধ থাকায় ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। এছাড়া রোরো ফেরি চলাচল করতে পারছে না। দৌলতদিয়া প্রান্তের ঘাট সমস্যার কারণে এ নৌবহরের ১৮টি ফেরির মধ্যে ১১ টি ফেরিতে পারাপার হচ্ছে যানবাহন।