ঘুরতে গিয়ে ২ শিশুকন্যাসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ঘুরতে গিয়ে ২ শিশুকন্যাসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুন্ডে লরি ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত হন তারা । আহত হয়েছে অন্তত ২ জন।
জানাগেছে সপরিবারে বান্দরবান ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু। সেখান থেকে ঢাকা ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। পুলিশ জানায়, সকাল আটটার দিকে সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস এলাকায় চট্টগ্রামগামী একটি লরি বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দুইটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ব্যাংক কর্মকর্তার দুই মেয়ে আফরা জামান ও তাসনীম জামান। । গুরুতর আহত হয় তিনজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুজ্জামান খান মন্টু ।