ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভারতের অন্ধ্র উপকূলে থাকা ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও দুর্বল হয়ে আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।