ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে আজও সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে
- আপডেট সময় : ১২:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে আজও সারাদেশে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি কিংবা মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির প্রবণতা দুপুর থেকে কমতে শুরু করবে বলে জানাচ্ছে সংস্থাটি। আশা করা যায় আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। একইসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত বাড়তে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার। টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জমিতে পাকা আমনের ক্ষতির আশংকা করছেন কৃষকেরা।
এদিকে, সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিলেন সাড়ে চার শতাধিক পর্যটক। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত প্রত্যাহার করার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হলে চারশতাধিক পর্যটক ফিরেছেন টেকনাফে।