ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের আমন ধান
- আপডেট সময় : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার মুরারিকাটি গ্রামে উৎপাদিত মাটির টালি আবারও রফতানি হচ্ছে ইউরোপ-আমেরিকায়। মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে বাহারি রঙ্গের তৈজসপত্র। সেগুলো শোভা পাচ্ছে পাশ্চাত্যের বিভিন্ন স্থাপনায়। আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশের রফতানিতে মুরারিকাটির টালি আরও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দৃষ্টিনন্দন টালি উৎপাদন করে সাতক্ষীরার কলারোয়া উপজেলাকে আরও পরিচিত করেছেন মুরারিকাটি গ্রামের মৃৎশিল্পীরা। ২০০৫ সালের প্রথম দিকে মাটির টালি রফতানিজাত উৎপাদন শুরু হয়। করোনার সময় বন্ধ থাকার পর আরও মাটির টালি যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ কয়েকটি দেশের বাজারে। রফতানিজাত টালি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা জানান, চাহিদার পাশাপাশি রফতানির পরিমাণ বাড়লেও আগের মতো মুনাফা পাচ্ছেন না তারা।
সরকারি ভাবে কোন সহযোগিতা না পাওয়ায় হতাশ টালি উৎপাদনকারী শিল্পের সাথা জড়িতরা।
রফতানিজাত টালি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ভাবে স্বল্প সুদে ঋণ সহায়তার কথা জানান উপজেলা চেয়ারম্যান।
মাটির টালি শিল্পের প্রসার বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে জানান বিসিক কর্মকর্তারা।
আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের সহযোগিতা পেলে দেশের রফতানিতে মুরারিকাটির টালি আরো বেশী বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লীষ্টরা।