ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনা উপকূলে বেড়িবাঁধে ভাঙ্গণ
- আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার উপকূলীয় উপজেলায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। জলাবদ্ধতা থেকে নিজেদের রক্ষা করতে স্বেচ্ছাশ্রমে চলছে বেড়িবাঁধের কাজ। আর স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছেন,জরুরী ভিত্তিতে ভাঙ্গণ কবলিত এলাকায় কাজ করা হচ্ছে।
বাড়ি-ঘরের মায়া ছেড়েই স্বজনদের নিয়ে নিরাপদ থাকতে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন এই পরিবারের সদস্যরা। আতঙ্কের রাত পেরিয়ে সকালের ভাগেও প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’এর দাপট চলতে থাকায় আর ফেরা হয়নি। বিকালে বৃষ্টি মাথায় যখন ফিরেন নিজেদের প্রিয় আঙ্গিনায় তখন দেখে কোমড় সমান পানি ও বসতবাড়িতে ঝড়ের তাণ্ডবের ক্ষতচিহ্ন চর্তুদিকে। এমনিভাবে খুলনা উপকূলের সাড়ে ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে জলবদ্ধ আছে হাজার হাজার মানুষ।
ঘূর্ণিঝড় রেমালের টানা ২০ ঘন্টায় লল্ডভন্ড হয়ে গেছে খুলনার ৫৫টি পয়েন্টের বাঁধ। এরমধ্যে ৩২টি পয়েন্টে ১ দশমিক ৭শ’ ৫ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। আর ২৩টি পয়েন্টের ৩ দশমিক ৬শ৮৮ কিলোমিটার বাঁধ ওভারফ্লো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য বলছেন, জরুরীভিত্তিতে ভাঙ্গন কবলিত এলাকায় কাজ করা হচ্ছে।
আর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকতা বলছেন, ভাঙ্গণ কবলিত এলাকা সংস্কারের কাজ চলছে