ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন চট্টগ্রাম বন্দর থেকে ১১৭৫ কিমি দূরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন চট্টগ্রাম বন্দর থেকে ১১৭৫ কিমি দূরে অবস্থান করছে। রোববার সকাল ছয়টার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়। জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।
এটি আরো ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দেশের সকল সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়টি যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে, তা জানতে আরও দুয়েকদিন সময় লাগবে। তবে আগামী ১২ তারিখ ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরায় আঘাত হানতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।