ঘূর্ণিঝড় আম্পান ও কালবৈশাখীতে বগুড়ায় ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৫:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় আম্পানের পাশাপাশি বুধবারের কালবৈশাখীতে বগুড়ায় আম-লিচু ছাড়াও ধান এবং সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতি পোষাতে সরকারি সহযোগিতা দাবি করেছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষতি নিরূপণ করে সহযোগিতার উদ্যোগ নেয়া হচ্ছে।
করোনা দুর্যোগের কারণে চাহিদা কমায় হাট-বাজারে ফসলের ন্যায্যমূল্য না পেয়ে এমনিতেই চরম ক্ষতির মুখে আছেন কৃষকরা। তার উপর হঠাৎ করেই আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এর রেশ কাটতে না কাটতেই আসে আরেক কালবোশেখী ঝড়। এ দুই ঝড়ে বগুড়ায় শত শত ছোট-বড় গাছ ভেঙে পড়েছে। নষ্ট হয়ে যায় মরিচ, পেঁপে, করলাসহ বিভিন্ন ধরনের সবজির গাছ। ঝড়-বৃষ্টিতে ঝরে পড়েছে জমির পাকা ধান। ঝরে গেছে আম, লিচুসহ অন্যান্য ফসলও।
ফসলের এমন ক্ষতিতে দিশেহারা কৃষকরা এখন চান সরকারি সহযোগিতা।
জেলার কৃষি খাতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
করোনাকালে কৃষি ও কৃষক বাঁচাতে সার-বীজসহ জরুরি নগদ সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা।