ঘূর্ণিঝড় ও ভারি বৃষ্টিপাতে ডুবে গেছে ফসলের মাঠ
- আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ডুবে গেছে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ভেঙ্গে গেছে কাঁচা ঘরবাড়ি। অনেক জায়গায় ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। গাছ ভেঙ্গে আটকে আছে বেশিরভাগ জেলার প্রধান সড়কগুলো। ক্ষতি হয়েছে ধান ও ফল-ফলাদি গাছের। বৈদ্যুতিক খুটি উপড়ে ও তার ছিড়ে সারাদেশে অন্তত ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩৫৪ মিলিমিটার বৃষ্টিতে বেড়ে গেছে বরিশালের নদীর পানি। অমাবশ্যার মধ্যে জোয়ারের কারণে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বরিশালের ৩টি উপজেলায় ৬টি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ পড়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী ও ছাত্রলীগের কর্মীরা গাছ কেটে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ও উপড়ে পড়েছে অসংখ্য গাছ।
ভারী বর্ষণ অতি জোয়ারে ও ঝড়ো বাতাসে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বর্ষণ ও ঝোড়ো বাতাসে শীতকালীন আগাম সবজি মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে।
চাঁদপুর-লাকসাম রেল লাইনের উপর গাছ ভেঙ্গে পড়লে বন্ধ হয়ে যায় রেল চলাচল। পরে গাছ সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিস কর্মীরা।
ঝিনাইদহে কলাক্ষেত ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কৃষি বিভাগ।
সেন্টমার্টিনে ১৫টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার পৌর এলাকার বেশির ভাগ নিম্নাঞ্চল এখনো প্লাবিত।
অতি বর্ষণে পটুয়াখালীতে কৃষি ফসলের প্রচুর ক্ষতি রয়েছে। খুলনা অঞ্চলে মাছের ঘের ভেসে গেছে। এছাড়া ভোলা, বরগুনাসহ বিভিন্ন উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। এতে টঙ্গি এলাকায় তৈরি হয়েছে যানজট।