ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার চরাঞ্চলের কৃষি
- আপডেট সময় : ১১:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার চরাঞ্চলের কৃষি। নিঃস্ব হয়ে হয়ে গেছে চরাঞ্চলের ১০ হাজার কৃষক। এদিকে,সাতক্ষীরায় মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশংকায় রয়েছেন ঘের ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টিতে মাদারীপুরে আমন ধান, সবজি, কলা, পিয়াজ, রসুনসহ ফসলাদি বৃষ্টিতে তলিয়ে গেছে। এ অবস্থায় সরকারের সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্তরা।
বিভিন্ন ধরনের মৌসুমি সবজি আবাদ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছিলেন ভোলার চরাঞ্চলের ১০ সহস্রাধিক কৃষক। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে জেলার ২০টি চরে ১২ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করা ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা।
সরকারি বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনিসহ সাত উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৫ হাজার ১৭ টি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হয়ে পড়েছেন দিশেহারা। ক্ষতিগ্রস্ত চাষিদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন চিংড়ি ঘের ব্যবসায়ী সমিতির এই নেতা।
তালিকা তৈরি করে মৎস্য চাষীদের সহযোগিতার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টিতে মাদারীপুর জেলার শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি নিরুপণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।