ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজারে বিমান চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসার কারণে, কক্সবাজার বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখা’র কারণে দূর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শনি ও রোববার কক্সবাজার বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তাজা হোসেন এ তথ্য জানিয়েছেন। সাগরে সৃষ্ট অতি প্রকল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে কক্সবাজার উপকূলে এখন ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর।পরিস্থিতি উন্নতি সাপেক্ষে সোমবার থেকে পুনরায় বিমান উড্ডয়ন ও অবতরণসহ সকল কার্যক্রম শুরু হতে পারে বলে জানান গোলাম মোর্তজা হোসেন।