ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
উপকূলের ৩শ’ কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। মধ্যরাত থেকে ভোরের মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, উপকূলের ১৩ জেলায় সিত্রাং মারাত্মকভাবে আঘাত হানবে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে লোক সরানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান, প্রতিমন্ত্রী।
দেশের উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।
সিত্রাং সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসেরও আশঙ্কা করছে তারা।
এদিকে, সচিবালয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, বাংলাদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং। উপকূলীয় ১৩ জেলায় মারাত্মকভাবে ও দুই জেলায় হালকাভাবে আঘাত হানবে।
ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে লোক সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী।