পপুলার ফার্মাসিটিউক্যালসের প্রধান কার্যালয়ে চক্ষু সেবা কার্যক্রমের আয়োজন
- আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭১৩ বার পড়া হয়েছে
‘কর্মক্ষেত্রে চোখের যত্ন নিন’-প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। এ উপলক্ষে রাজধানীর শুক্রবাদে পপুলার ফার্মাসিটিউক্যালসের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও চক্ষু সেবা কার্যক্রম। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা রোধে সচেতনতার বিকল্প নেই। আর চোখের গবেষণায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন পপুলার ফার্মার পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান।
চোখ হচ্ছে শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। দেশের এক কোটি ৪৩ লাখ মানুষ দৃ্টি ত্রুটিতে ভুগছে। একারণে চোখের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। তবে সচেতনতার অভাবে তা অনেক ক্ষেত্রে নেয়া হয় না। আর কর্মক্ষেত্রে চোখের যত্নতো আরও বেশি জরুরি। কর্মক্ষেত্রে চোখের যত্ন নিন’-এ প্রতিপাদ্যে এবার বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস।
দিবসটি পালনের অংশ হিসেবে, পপুলার ফামাসিটিউক্যালস লিমিটেড প্রথমবারের মতো তাদের প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে ফ্রি-চক্ষু পরীক্ষার আয়োজন করে। চোখের যত্নে এমন আয়োজনে সন্তুষ্টির কথা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা অনুষ্ঠানে, এমন উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি চক্ষু নিয়ে গবেষণায় সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন পপুলার ফার্মাসিটিউক্যাল লিমিটেডের পরিচালক ড.মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সিলেট মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বলেন, চোখকে ঠিক রাখতে অবশ্যই যত্ন নিতে হবে। েপ্রতি ৬ মাস পর পর চোখের পরীক্ষা করানো উচিত বলেও জানান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।