চট্টগ্রামের আনোয়ারায় সরিষার বাম্পার ফলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এবছর আবহাওয়া অনুকুল হওয়ায় বেশি ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। কম সময় ও খরচে অধিক ফসল পাওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের মাঝে । কৃষি অফিসের সহযোগিতায় স্থানীয়ভাবে সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
সরিষা ফুলে ভরে গেছে কৃষকের ক্ষেত। যেদিকে দুচোখ যায় কেবল হলুদের আবহ। এমন চিত্র চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। চলতি বছর আবহাওয়া অনুকল থাকায় সরিষার ভাল ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা।
কৃষি অফিস বলছে, বর্তমানে ভোজ্য তেলের লাগামহীন দাম বৃদ্ধিতে, তেলের চাহিদা মেটাতে সরিষা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ লক্ষ্যে স্থানীয় কৃষকদের নানা সহযোগিতার পাশাপাশি প্রনোদনার ব্যবস্থা করেছে কৃষি অফিস।
কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর উপজেলায় ৭০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ২০ হেক্টর বেশি।