চট্টগ্রামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিকেলে নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাটে পিটুপি নামের ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার গণমাধ্যমকে জানান, দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় দুজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা কারখানার ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের নাম-পরিচয় জানা যায়নি।