চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হলো অনিন্দ্য সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ করে অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো অনিন্দ্য সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা।
রান্নার সুগন্ধ এবং দক্ষতার কথা শুধু ঘরের মানুষ আর পরিচিতদের মাঝেই নয়, পুরো চট্টগ্রামবাসীকে জানানোর উদ্যোগ নেয়া হয় এবারের আয়োজনে। গ্রুপের শুরু থেকে ভিন্ন ধর্মী আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও ছিল নতুনত্ব ও উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতা মূলক। প্রতিযোগিতায় বিচারক ছিলেন কলকাতার রন্ধনশিল্পী রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের সভাপতি মাস্টারশেফ প্রীতম সরকার। অনুষ্ঠানে রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শেফ রুবিনা রায়হান রুবিকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন ১৬জন রাধুনী শিল্পী। পরে বিজয়ী ৬ জন রাধুনীকে সেরা রাধুনী নির্বাচিত করা হয়।