চট্টগ্রামের করোনা রোগীদের চিকিৎসায় নতুন একটি আইসোলেসন সেন্টারের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের করোনা রোগীদের চিকিৎসায় নতুন একটি আইসোলেসন সেন্টারের উদ্বোধন করেছেন শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে নগরীর বাকুলিয়ার একটি কমিউনিটি সেন্টারকে রূপান্তরিত করা এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর তত্ত্বাবধানে ৫০ শয্যার এই আইসোলেশন সেন্টারে অক্সিজেন, এ্যাম্বুলেন্সসহ করোনা চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে। করোনা শনাক্ত হওয়া রোগীরা এই আইসোলেসনের সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অন্য হাসপাতাল থেকে পাঠানো রোগীদেরও চিকিৎসা দেয়া হবে এখানে।