চট্টগ্রামের টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাট করছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাট করছে বাংলাদেশ।
শেষ খবর পর্যন্ত ৬ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। দেড়শ পেরিয়েছে বাংলাদেশের লিড। দিনের শুরুতে হতাশ করেন মুশফিকুর রহিম। এদিন ৪ রান যোগ করে আউট হন মুশফিক। ৬ষ্ঠ উইকেটে দলের হাল ধরেন লিটন ও ইয়াসির আলী। তবে ৩৬ করে ইয়াসির মাথায় ব্যাথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সে সময় আবারও চাপে পড়ে বাংলাদেশ। এ ম্যাচে আর ব্যাটিং করতে পারবেন না ইয়াসির। তার কনকাশন বদলি হিসেবে ব্যাট করবেন নুরুল হাসান সোহান। এর আগে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।