চট্টগ্রামের পরীর পাহাড়ে ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন
- আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পরীর পাহাড়ে ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন। ইতোমধ্যে আইনজীবী সমিতির পক্ষ থেকে পাহাড়ের ঢালে ভবন নির্মাণের সাইনবোর্ড দেয়ার পাশাপাশি চেম্বার বরাদ্দের প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে পাহাড়ে যেকোন ধরনের অবকাঠামো তৈরীর ওপর নিষেধাজ্ঞা দিয়ে অবৈধ সাড়ে ৩শ’ স্থাপনা সরিয়ে নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক।
চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১২ একর আয়তনের এই পাহাড়টির নাম পরীর পাহাড়। ইট-পাথরের জঙ্গলে পাহাড়ের অবয়ব এখন আর চোখে পাড়ে না। যার চূড়ায় পুরনো ভবনে জেলা প্রশাসক আর বিভাগীয় কমিশনারের কার্যালয়। তিন পাশে আদালত; আর পাদদেশে রাস্তার একপাশে সারি ধরে আইনজীবীদের জন্য ৫টি আলাদা ভবন।
সাম্প্রতি পাহাড়ের ঢালে ঠিক মাঝখানে, রাস্তা ঘেঁষে নতুন আরো দুটি ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি।
আর এতেই আপত্তি জেলা প্রশাসনের। এরই মধ্যে পরীর পাহাড়ে কোন স্থাপনা তৈরি না করতে সবাইকে সতর্ক করার পাশাপাশি পাহাড়ের ঢাল ও চারপাশে সরকারী জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়ায় সেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্ষোভ জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। এতে ক্ষুব্ধ আইনজীবী নেতারা।
আর পরিবেশ কর্মীরা বলছেন, সেই পর্তুগিজ আমল থেকে বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এই পরীর পাহাড়ের। যা রক্ষা করতে হলে সরিয়ে নিতে হবে সব স্থাপনা। এ ব্যাপারে ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানান জেলা প্রশাসক মমিনুর রহমান।