চট্টগ্রামের পাইকারি বাজারে যুদ্ধের অজুহাতে ডাল-মশলার দাম চড়া
- আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ভোজ্য তেলের পর এবার সব ধরণের ডাল ও মশলার দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ব্যবসায়ীরা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। আর ব্যবসায়ী নেতারা দুষছেন, ডলারের বিপরীতে টাকার অবমুল্যায়ন। এদিকে কয়েক দিনের টানা অভিযানে খাতুনগঞ্জে খোলা তেলের সরবরাহ বেড়েছে। দুই এক দিনের মধ্যে বোতলজাত তেলের যোগান আসবে বলেও জানান ব্যবসায়ীরা।
কয়েকদিন ধরেই চট্টগ্রামের বিভিন্ন খোলা বা পাইকারী বাজারের দোকান ও গুদামে অভিযান চালাচ্ছে প্রশাসন। দোকানের পোপন কুঠরি থেকে বের করা হচ্ছে অবৈধভাবে মজুদ করা হাজার হাজার কেজি ভোজ্যতেল।
অভিযানের পর খোলা তেলের সরবরাহ বেড়েছে। তবে এখনও সংকট বোতলজাত তেলের। শিগগিরই এই সংকট কাটবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে তেলের পর সব ধরনের ডাল, শুকনো মরিচ, পেঁয়াজসহ উচ্চ চাহিদাসম্পন্ন মশলার দাম বেড়েছে খাতুনগঞ্জে। অথচ বাজারে কোন পণ্যের সংকট নেই । দেশে উৎপাদিত পণ্যও রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে দাম বাড়ানোর চেষ্টা চলছে।
চট্টগ্রাম চেম্বার বলছে, ডলারের বিপরীতে টাকার অবমুল্যায়নই দেশের বাজার অস্থিরতার মুল কারণ।
গত সপ্তায় প্রতি লিটার ভোজ্য তেল এক লাফে ৩৮ টাকা বাড়ানোর পর সব ধরণের ডাল কেজিতে ৮ থেকে ১০ টাকা, পেঁয়াজ ১০ থেকে ১২ টাকা আর মসলা প্রকার ভেদে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।