চট্টগ্রামের বিভিন্ন এলাকা এমনকি পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বাড়ছে
- আপডেট সময় : ০৩:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিভিন্ন এলাকা এমনকি পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তালিকা করে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে সিএমপি। পুলিশ বলছে, কিশোরদের জন্য আইন সহজ হওয়ায় কঠোর হতে পারছেন না তারা। আর আইনজীবীরা বলছেন, কিশোরদের নয়, তাদের গডফাদারদের আইনের আওতায় আনতে পারলেই বন্ধ হবে অপরাধ কর্মকাণ্ড। সমাজবিজ্ঞানীরা বলছেন, আইনী পদক্ষেপের বাইরে এলাকাভিত্তিক গণ্যমাণ্য ব্যাক্তিদের সক্রিয় করতে না পারলে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধু-সহপাঠিদের ওপর আক্রমণ কখনো সংঘবদ্ধ হয়ে এলাকায় আধিপত্য, চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা অহরোহ ঘটছে চট্টগ্রামে। কখনো কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটাচ্ছে বয়সে কিশোর বা তরুণ এসব অপরাধীরা। যদিও এদেরকে মদদ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কথিত বড় ভাইরা।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ব থামাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। থানায় থানায় তালিকা তৈরী শুরু হয়েছে, অচিরেই শুরু হবে অভিযান। সিএমপি কমিশনার বলছেন, আইনের সীমাবদ্ধতার কারণে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হতে পারছে না পুলিশ। আর আইনজীবীরা বলছেন, কিশোরদের নয় তাদের গডফাদারদের আইনের আওতায় আনতে পারলেই অপরাধের প্রবণতা নিয়ন্ত্রনে আসবে।
তবে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কথিত বড়ভাইরা নির্দিষ্ট কিছু এলাকাকে টার্গেট করেই অপরাধ কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটায়। আইনগত সাপোর্ট দিয়ে ওইসব এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সক্রিয় করতে পারলে, সুফল আসবে। কিশোর গ্যাংয়ের হোতাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। চকবাজার এলাকার কিশোর গ্যাংয়ের হোতা যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে গ্রেফতার করেছে রেব। আগ্রাবাদের খোরশেদ আলম নিহত হয়েছে কথিত ক্রসফায়ারে। ফুটেজ-৫