চট্টগ্রামের ষোলোশহর এলাকায় পুলিশবক্সে বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ষোলোশহর এলাকায় পুলিশবক্সে বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে।
গেল রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে পুলিশবক্সের ভেতরে বসে বিশ্রাম নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বক্সের ভেতরে। সাথে সাথে ছিন্নভিন্ন হয়ে যায় গ্লাস ঘেরা পুলিশ বক্সের অবকাঠামো।মাটিতে লুটিয়ে পড়ে ২ পুলিশ ছাড়াও ৩ জন পথচারি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে সার্জেন্ট আরাফাত ও এএসআই আতাউদ্দিনকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। রাতেই পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সিআইডি, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম জানান প্রথমিকভাবে ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছে পুলিশ।