চট্টগ্রামে এবার কোরবানির পশু ৭ লাখ ৭০ হাজার ৯৩০টি
- আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এবার কোরবানির পশু ৭ লাখ ৭০ হাজার ৯৩০টি। কিন্তু চাহিদা ৮ লাখ ৭৯ হাজার ৭১৩টি। ১ লাখ পশুর ঘাটতি মেটানো হবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরু দিয়ে। এরমধ্যই খামারগুলোতে পশু বেচাকেনা জমে উঠেছে। বিক্রি হয়ে গেছে ৫০ থেকে ৬০ শতাংশ পশু। ক্রেতারা বলছেন, দাম বাড়লেও ঝামেলা এড়াতে আগেই কোরবানির পশু কিনছেন তারা।
প্রতিবছর সাড়ে সাত থেকে ৮ লাখ গবাদী পশু কোরবানী হয় বন্দর নগরী চট্টগ্রামে। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাহিদা প্রায় ৯ লাখ । বাজার ধরতে এখন শেষ সময়ের ব্যস্ততা বেড়েছে খামারীদের। বেচাকেনা জমে ওঠার আগে নানান ধরনের সুবিধা ঘোষনা করে ক্রেতা আকৃষ্ট করতে তৎপর তারা। নগরীর সবচেয়ে বড় গবাদী পশুর খামার নাহার ক্যাটল ফার্মের একটি সেল সেন্টারের চিত্র এটি। এবারের ঈদকে কেন্দ্র করে সাড়ে ৫ শো গরু মোটাতাজা করেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে তিনশোর কাছাকাছি বিক্রি হয়ে গেছে। তবে আগেরবারের চেয়ে সব ধরনের পশুর দাম ২০ থেকে ২৫ শতাংশ বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে খামারিদের দাবি, খাবার ও ওষুধের দাম যে পরিমান বেড়েছে পশুর দাম ততটা বাড়েনি ।