চট্টগ্রামে ঐতিহাসিক গণহত্যা দিবসে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কোর্টহিল চত্ত্বরে ঐতিহাসিক গণহত্যা দিবসে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন চসিক মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্টজনরা।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ২৪ জানুয়ারী যতবার আসে– ততবার জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারী কখনো স্মৃতি থেকে মুছে যাওয়ার মত নয়। যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলো দীর্ঘ ৩৩বছর পর তাদের বিচারের রায় ঘোষিত হয়েছে। আদালত রায়ে এটাকে পরিকল্পিত গণহত্যা বলে পর্যবেক্ষণ দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব, ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আরো অনেকেই।