চট্টগ্রামে ওয়ালটনের গোডাউনে চুরি চক্রের তিন সদস্য আটক
- আপডেট সময় : ০৯:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রথমে সক্ষতা গড়ে তোলা, পরে সুকৌশলে গোডাউন রেকি করে সুযোগ বুঝে চুরির ছক খসে চোরচক্র। চট্টগ্রামের ওয়ালটন ডিলারের গোডাউন থেকে প্রায় ১৪ লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্য চুরি করেছে চক্রটি। পরে পুলিশের জালে ধরা পড়ে চক্রের তিন সদস্য। উদ্ধার হয় চুরি হওয়া টিভি ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য।
গত ২৪ জানুয়ারি রাত ১০টার সিসিটিভি ফুটেজে দেখা যায়, চট্টগ্রামের আরাকান রোডে ওয়ালটন ডিলারের গোডাউনে প্রবেশ করছে একটি টেম্পো। অভিনব কৌশলে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য গাড়িতে তুলে নিয়ে যায় চোরচক্রটি।
চুরির অভিযোগ পেলে তদন্তে নামে পাঁচলাইশ থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয় চক্রের তিনজনকে। উদ্ধার করা হয় টিভি, ফ্রিজসহ চোরাই কাজে ব্যবহৃত টেম্পু।
অল্প সময়ে চুরি হওয়া পণ্য ফিরে পেয়ে সন্তুষ্ট ওয়ালটন কোম্পানির ডিলার আবদুল আলিম।
১৪ লাখ টাকার চুরি হওয়া মালামালের মধ্যে নয় লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। বাকি সদস্য আটক এবং মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় প্রশাসন।
চক্রের বাকি সদস্যদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার পাশাপাশি বাকি মালামাল উদ্ধার করার দাবি ভুক্তভোগীর।