চট্টগ্রামে কমছে বন্যার পানি, কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু
- আপডেট সময় : ০২:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি। মহাসড়ক থেকে পানি সরে যাওয়ায় ভোর থেকে চট্টগ্রাম- কক্সবাজার রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। চারদিন পর এসেছে বিদ্যুৎ সংযোগ। কক্সবাজারের পেকুয়ার খালে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। অপরিবর্তিত ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতি। টানা বর্ষণে বাড়ছে দেশের নদনদীর পানি।
এখনও পানিবন্দি চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার নিচু এলাকার বাসিন্দারা। টানা তিনদিন পাহাড়ি ঢলে প্লাবিত থাকায় তিন উপজেলার কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। পানিতে ডুবে পাকা সড়ক তৈরী হয়েছে খানাখন্দ।
চট্টগ্রামে মাঠের পর মাঠ ফসল ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
কয়েকদিনের ভারি বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নে খালে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খালের পানিতে তাদের মরদেহ পাওয়া যায়।
এদিকে, কক্সবাজারে ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এ ছাড়া বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
অপরিবর্তিত ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতি। পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।