চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে রাখার সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এরইমধ্যে এই হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দুটি কক্ষকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ওয়ার্ডের রোগী ও সেবকদের জন্য সংক্রমক ভাইরাস প্রতিরোধক বিশেষ পোশাক বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রোগীদের আনা নেয়া ও চিকিৎসার জন্য ১০ টি এ্যম্বুলেন্স ও পর্যপ্ত ওষুধের মজুদ রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নগরে কোয়ারেন্টাইনের জন্য হালিশহরের পিএইচ আমিন একাডেমি ও কাপ্তাই রাস্তার মাথায় সিডিএ পাবলিক স্কুলকে প্রস্তত করা হচ্ছে। এছাড়া বিমানবন্দর বা সমুদ্র বন্দর দিয়ে আসা কারো এ রোগের লক্ষণ প্রকাশ পেলে তাদের সরাসরি এই হাসপাতালে পাঠাতে নির্দেশনাও জারি করেছে সিভিল সার্জন কার্যালয়।